আপনি যদি কম্পিউটার সায়েন্স বা এর সমগোত্রীয় কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন, কিংবা অন্য যেকোনোভাবে প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনাকে ক...
আপনি যদি কম্পিউটার সায়েন্স বা এর সমগোত্রীয় কোনো বিষয়ে পড়াশোনা করে থাকেন, কিংবা অন্য যেকোনোভাবে প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনাকে কমন কিছু প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে হবে। কেউ কেউ এগুলোর মধ্য থেকে কিছু প্রশ্ন ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিতে পারেন। সে যাই বলুন না কেন, আপনার আশেপাশের লোকজন যদি জানতে পারে যে আপনি প্রযুক্তি সংশ্লিষ্ট কেউ, তাহলে এই প্রশ্নগুলো জীবনে বহুবার শুনবেন। চলুন একবার চোখ বুলিয়ে নেয়া যাক সেসব কমন প্রশ্নের তালিকায়।
এসব প্রশ্নের একটা বড় অংশ ফেসবুক আইডি সংক্রান্ত। যে হারে ফেসবুক ব্যবহারকারী বেড়ে চলছে, তাতে আপনাকে এই ক্যাটেগরির প্রশ্ন সম্ভবত সবচেয়ে বেশি শুনতে হবে। এই বিভাগ থেকে সবগুলোই আবশ্যক প্রশ্ন আসবে। তাই এর উত্তরগুলো নিয়ে রেডি হয়ে যান! এছাড়া অন্যান্য বিষয়েও প্রশ্ন পাবেন।
এসব প্রশ্নের একটা বড় অংশ ফেসবুক আইডি সংক্রান্ত। যে হারে ফেসবুক ব্যবহারকারী বেড়ে চলছে, তাতে আপনাকে এই ক্যাটেগরির প্রশ্ন সম্ভবত সবচেয়ে বেশি শুনতে হবে। এই বিভাগ থেকে সবগুলোই আবশ্যক প্রশ্ন আসবে। তাই এর উত্তরগুলো নিয়ে রেডি হয়ে যান! এছাড়া অন্যান্য বিষয়েও প্রশ্ন পাবেন।
এবার দেখে নিন সেসব প্রশ্ন
ফেসবুক
- ভাইয়া, ফেসবুক আইডি হ্যাক করতে পারেন? আমার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড (যার যেটা প্রযোজ্য) এর এফবি আইডিটা হ্যাক করে দিতে পারবেন?
- ফেসবুক পাসওয়ার্ড ভাঙতে পারেন?
- ফেসবুক আইডি ব্লক হয়ে গেছে। এখন কী করব?
- ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছিনা। কেন?
- ফেসবুক প্রোফাইল ভেরিফাই করব কীভাবে?
- ভাইয়া, একটা এফবি প্রোফাইল হ্যাক হয়েছে/পাসওয়ার্ড-ইমেইল ভুলে গেছি। উদ্ধার করে দিতে পারবেন?
- ফ্রি ফেসবুক কীভাবে চালাবো
কম্পিউটার
- ভাই, ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভাল ল্যাপটপ কোনটা?
- ৪০ হাজার টাকা বাজেটে বেস্ট গেমিং পিসির কনফিগ বলেন তো!
- ভাইইয়া, আমার পিসিতে ভাইরাস ঢুকে সব ফাইল খেয়ে ফেলেছে, এখন উপায়? প্লিজ!
- শর্টকাট ভাইরাস ডিলিট করব কীভাবে?
- এক্সপি সেটাপ দেবো কীভাবে?
- দোস্ত, ফোল্ডার লক কীভাবে করে?
অন্যান্য
- ভাই, অমুক গেইম/সফটওয়্যারের ক্র্যাক আছে?
- কম্পিউটার চালু করলেই উইন্ডোজ অ্যাক্টিভ করতে বলে। ঠিক করে দেবেন?
- ফটোশপ পারেন?
- মোবাইলে ফ্রি এমবি আনতে হয় কীভাবে?
- মোবাইলের মাধ্যমে টাকা আয় করা যায় কীভাবে?
COMMENTS