স্মার্ট ঘড়ি তৈরির পথে এগোচ্ছে জাপানের ঘড়ি নির্মাতা ক্যাসিও। স্মার্টওয়াচের এই যুগে বেশ গুছিয়েই মাঠে নামছে ক্যাসিও। কারণ, এ মাঠে ইতিমধ্য...
স্মার্ট ঘড়ি তৈরির পথে এগোচ্ছে জাপানের ঘড়ি নির্মাতা ক্যাসিও। স্মার্টওয়াচের এই যুগে বেশ গুছিয়েই মাঠে নামছে ক্যাসিও। কারণ, এ মাঠে ইতিমধ্যেই নেমে পড়েছে অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানও।
ঘড়ির কথা বললে সেই সত্তরের দশকের পরের ক্যাসিও ক্যালকুলেটর ঘড়ির স্মৃতি রোমন্থন করেন অনেকেই। বিশ্লেষকেরা বলেন, স্মার্ট ওয়াচ যতই আধুনিক হোক না কেন অনেকেই ক্যাসিওর স্মৃতি ভুলতে পারেন না। যুগের পরিবর্তনে ক্যাসিও এখন আরও আধুনিক হচ্ছে। সম্প্রতি স্মার্ট ঘড়ি তৈরিতে তাঁদের আগ্রহের কথা জানিয়েছেন ক্যাসিওর কর্মকর্তারা। অবশ্য ঘড়ির নকশা বা ফিচার সম্পর্কে এখনো তাঁরা কোনো তথ্য প্রকাশ করেনি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছর ধরে স্মার্টওয়াচ নিয়ে গবেষণা করছে ক্যাসিও। এই গবেষণা দলটির নেতৃত্বে আছেন কাজোহিরো ক্যাশিও। তিনি বর্তমানে ক্যাসিওর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে ক্যাসিওর দায়িত্বে ছিলেন কাজোহিরোর বাবা কাজোও ক্যাশিও।
কাজোহিরো ক্যাশিও বলেছেন, আগামী বছরের মার্চ নাগাদ বাজারে আসতে পারে ক্যাসিওর তৈরি স্মার্টওয়াচ। এখনো দাম ও যন্ত্রাংশ ঠিক হয়নি। আমরা আমাদের স্মার্টঘড়িকে নিখুঁত ঘড়ির স্তরে নিয়ে যেতে চাই। এটা এমন ঘড়ি হবে যা সহজে ভাঙবে না এবং পরতেও হবে আরামদায়ক। ক্যাসিওর তৈরি এই স্মার্টওয়াচ অ্যাপলের তৈরি স্মার্টওয়াচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দাম হবে অ্যাপলের কমদামি সংস্করণের স্মার্টওয়াচের মতো।
বাজারে আনার পর শুরুতেই বাজারে আট কোটি ডলারের স্মার্টঘড়ি বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে ২০২০ সাল নাগাদ ১০ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টওয়াচ বাজারে আসবে বলে পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা।
ঘড়ির কথা বললে সেই সত্তরের দশকের পরের ক্যাসিও ক্যালকুলেটর ঘড়ির স্মৃতি রোমন্থন করেন অনেকেই। বিশ্লেষকেরা বলেন, স্মার্ট ওয়াচ যতই আধুনিক হোক না কেন অনেকেই ক্যাসিওর স্মৃতি ভুলতে পারেন না। যুগের পরিবর্তনে ক্যাসিও এখন আরও আধুনিক হচ্ছে। সম্প্রতি স্মার্ট ঘড়ি তৈরিতে তাঁদের আগ্রহের কথা জানিয়েছেন ক্যাসিওর কর্মকর্তারা। অবশ্য ঘড়ির নকশা বা ফিচার সম্পর্কে এখনো তাঁরা কোনো তথ্য প্রকাশ করেনি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছর ধরে স্মার্টওয়াচ নিয়ে গবেষণা করছে ক্যাসিও। এই গবেষণা দলটির নেতৃত্বে আছেন কাজোহিরো ক্যাশিও। তিনি বর্তমানে ক্যাসিওর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে ক্যাসিওর দায়িত্বে ছিলেন কাজোহিরোর বাবা কাজোও ক্যাশিও।
কাজোহিরো ক্যাশিও বলেছেন, আগামী বছরের মার্চ নাগাদ বাজারে আসতে পারে ক্যাসিওর তৈরি স্মার্টওয়াচ। এখনো দাম ও যন্ত্রাংশ ঠিক হয়নি। আমরা আমাদের স্মার্টঘড়িকে নিখুঁত ঘড়ির স্তরে নিয়ে যেতে চাই। এটা এমন ঘড়ি হবে যা সহজে ভাঙবে না এবং পরতেও হবে আরামদায়ক। ক্যাসিওর তৈরি এই স্মার্টওয়াচ অ্যাপলের তৈরি স্মার্টওয়াচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দাম হবে অ্যাপলের কমদামি সংস্করণের স্মার্টওয়াচের মতো।
বাজারে আনার পর শুরুতেই বাজারে আট কোটি ডলারের স্মার্টঘড়ি বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে ২০২০ সাল নাগাদ ১০ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টওয়াচ বাজারে আসবে বলে পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা।
COMMENTS