ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে সহজেই এখন নানা কাজ করা যায়। আর এসব কাজের অনেকগুলো সাধারণ ব্যবহারকারীদের জানা থাকে না। ১. টেক্সট পড়া স...
ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে সহজেই এখন নানা কাজ করা যায়। আর এসব কাজের অনেকগুলো সাধারণ ব্যবহারকারীদের জানা থাকে না।
১. টেক্সট পড়া সহজ করা
ট্যাবলেটের স্ক্রিন স্মার্টফোনের তুলনায় বড় হয়। আর এ বাড়তি সুবিধাটুকু কাজে লাগিয়ে পড়ার কাজটি সহজে করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে ট্যাবলেটে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ট্যাবলেটে আপনি সহজেই লেখার আকার বড় বা ছোট করতে পারবেন। এতে আপনার চোখের জন্য সুবিধাজনক ও আরামদায়ক ফন্ট বাছাই করা সহজ হবে।
এজন্য যা করবেন- Settings>>Accessibility- এ যান।
এরপর “Vision” থেকে “Font size” ট্যাপ করুন।
লেখার আকার মোটামুটি বড় করতে চাইলে “Large” সিলেক্ট করুন। লেখা অতিরিক্ত বড় করতে চাইলে “Huge” সিলেক্ট করুন।
ট্যাবলেটের স্ক্রিন স্মার্টফোনের তুলনায় বড় হয়। আর এ বাড়তি সুবিধাটুকু কাজে লাগিয়ে পড়ার কাজটি সহজে করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে ট্যাবলেটে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ট্যাবলেটে আপনি সহজেই লেখার আকার বড় বা ছোট করতে পারবেন। এতে আপনার চোখের জন্য সুবিধাজনক ও আরামদায়ক ফন্ট বাছাই করা সহজ হবে।
এজন্য যা করবেন- Settings>>Accessibility- এ যান।
এরপর “Vision” থেকে “Font size” ট্যাপ করুন।
লেখার আকার মোটামুটি বড় করতে চাইলে “Large” সিলেক্ট করুন। লেখা অতিরিক্ত বড় করতে চাইলে “Huge” সিলেক্ট করুন।
২. স্ক্রিনশট নিন
কোনো ছবি সেভ করতে চান কিন্তু পারছেন না? এক্ষেত্রে ট্যাবলেটে রয়েছে সহজেই স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা। এজন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটে পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটনে একত্রে চাপ দিন। এরপর একটি শাটার শব্দ শুনতে পাবেন। এ ছবিটি আপনার গ্যালারি অ্যাপের ক্যাপচার্ড ইমেজ ফোল্ডারে জমা হবে।
কোনো ছবি সেভ করতে চান কিন্তু পারছেন না? এক্ষেত্রে ট্যাবলেটে রয়েছে সহজেই স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা। এজন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটে পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটনে একত্রে চাপ দিন। এরপর একটি শাটার শব্দ শুনতে পাবেন। এ ছবিটি আপনার গ্যালারি অ্যাপের ক্যাপচার্ড ইমেজ ফোল্ডারে জমা হবে।
৩. সত্যিকার কিবোর্ড
টাচস্ক্রিন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার, গেমস খেলা ও ওয়েবসাইট ব্রাউজের জন্য ভালো। কিন্তু আপনি যদি কোনো সত্যিকার কাজ করতে চান তাহলে টাচস্ক্রিনে অসুবিধা হতে পারে। এক্ষেত্রে একটি কিবোর্ড সংযুক্ত করে নিতে পারলে ভালো হয়। এজন্য বাজারে খোঁজ করুন ব্লুটুথ কিবোর্ডের। কিছু বড় সাইজের কিবোর্ড ট্যাবলেট সাপোর্ট করে। এর ফলে বড় ইমেইল, লেখালেখি কিংবা অন্য যে কোনো সমস্যা মেটানো সহজ হবে।
টাচস্ক্রিন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার, গেমস খেলা ও ওয়েবসাইট ব্রাউজের জন্য ভালো। কিন্তু আপনি যদি কোনো সত্যিকার কাজ করতে চান তাহলে টাচস্ক্রিনে অসুবিধা হতে পারে। এক্ষেত্রে একটি কিবোর্ড সংযুক্ত করে নিতে পারলে ভালো হয়। এজন্য বাজারে খোঁজ করুন ব্লুটুথ কিবোর্ডের। কিছু বড় সাইজের কিবোর্ড ট্যাবলেট সাপোর্ট করে। এর ফলে বড় ইমেইল, লেখালেখি কিংবা অন্য যে কোনো সমস্যা মেটানো সহজ হবে।
৪. সত্যিকার পড়া
ট্যাবলেটের স্ক্রিনে যা লেখা আছে তা যদি পড়ে শোনায় তাহলে কেমন হয়? এজন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটে সুবন্দোবস্ত রয়েছে। এক্ষেত্রে Settings থেকে Accessibility-এ যান। এরপর TalkBack-এ ট্যাপ করুন। এটি পাওয়া না গেলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। এরপর থেকে আপনার ট্যাবের স্ক্রিনের সব লেখাই পড়ে শোনাবে অ্যাপটি। এ অ্যাপের সেটিং ঠিক করার জন্য Settings থেকে Accessibility-এ যান। এরপর “Text-to-Speech”-এ ট্যাপ করুন।
ট্যাবলেটের স্ক্রিনে যা লেখা আছে তা যদি পড়ে শোনায় তাহলে কেমন হয়? এজন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটে সুবন্দোবস্ত রয়েছে। এক্ষেত্রে Settings থেকে Accessibility-এ যান। এরপর TalkBack-এ ট্যাপ করুন। এটি পাওয়া না গেলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। এরপর থেকে আপনার ট্যাবের স্ক্রিনের সব লেখাই পড়ে শোনাবে অ্যাপটি। এ অ্যাপের সেটিং ঠিক করার জন্য Settings থেকে Accessibility-এ যান। এরপর “Text-to-Speech”-এ ট্যাপ করুন।
৫. স্বয়ংক্রিয়ভাবে সঙ্গীত বন্ধ করা
আপনি যদি ট্যাবে গান বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়েন তাহলে এ অপশনের প্রয়োজন হতে পারে। অ্যান্ড্রয়েডের মিউজিক প্লে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায়টি পাওয়া যায় স্যামসাংয়ের ট্যাবগুলোতে। এগুলোতে সেটিংস থেকে “Music auto off” সিলেক্ট করতে পারবেন। গুগল প্লে মিউজিকে এ অপশন নেই। তবে এক্ষেত্রে আপনি Sleep Timer নামে অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে Music Off অপশন রয়েছে। এছাড়া ট্যাবের স্লিপ টাইমার ঠিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে ট্যাবটি বন্ধ করবে।
আপনি যদি ট্যাবে গান বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়েন তাহলে এ অপশনের প্রয়োজন হতে পারে। অ্যান্ড্রয়েডের মিউজিক প্লে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার উপায়টি পাওয়া যায় স্যামসাংয়ের ট্যাবগুলোতে। এগুলোতে সেটিংস থেকে “Music auto off” সিলেক্ট করতে পারবেন। গুগল প্লে মিউজিকে এ অপশন নেই। তবে এক্ষেত্রে আপনি Sleep Timer নামে অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে Music Off অপশন রয়েছে। এছাড়া ট্যাবের স্লিপ টাইমার ঠিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে ট্যাবটি বন্ধ করবে।
ধন্যবাদ
এই পোস্টটি যদি ভাল লেগে থাকে তাহলে
COMMENTS